ইতিহাস
<p><strong>মসজিদ</strong></p><p>শৌলমারী ইউনিয়নে ছোট বড় মোট ৩৭ টি মসজিদ রয়েছে। এসবের মাঝে সবচেয়ে বৃহত্তম সুন্দর এরং প্রাচিনতম মসজিদ হলো ডাঙ্গুয়া পাড়া জামে মসজিদ। মসজিদটির গঠন ইতিহাস সঠিক ভাবে কারো জানা নাই। প্রায় ৩৫০ বছর আগে গড়া এই মসজিসটি। মসজিদটি গড়ার পর বহু বার মেরামত করা হয়।পুরো মসজিদটি ৮১৬০ ফিট স্কয়ার এক তলা বিশিষ্ট্য মসজিদ। মেরামত করতে-করতেই ২০১২ সালে এসে মসজিদটি এপর্যন্ত এসেছে।এখনও মসজিদের কাজ চলছে। বাইরের বা সরকারী কোন অনুদান ছাড়াই গ্রামের মানুষের সাহায্য সহযোগীতায় কাজ চলছে।এর পরেই হল চৎলাকান্দা জামে মসজিদ। ডাঙ্গুয়া পাড়া জামে মসজিদ এর মতই বড় এবং সুন্দর মসজিদ তবে ডাঙ্গুয়া পাড়া জামে মসজিদের মত প্রাচিন , বড় , সুন্দর নয়।</p>