Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়া পাড়া গ্রামে নতুন বাজারঃ
বিস্তারিত

শৌলমারী ইউনিয়নের আদশ©প্রচিন একটি গ্রাম ডাঙ্গুয়া পাড়া। এই গ্রামের মানুষ খুবই শান্ত ও একতাবদ্ধ। এখনো এই গ্রামের মানুষ একই মসজিদের ছাদের নিছে সালাত আদায় করে একই ঈদগহে মাঠে ঈদ পালন করে। এই গ্রামের মানুষ ধর্মীয় শিক্ষার প্রতি খুবই অনুরাগী।তাই ২০০২ সালে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এখানে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে। এখন তারা নতুন সিদ্ধান্ত নিতেছে এখানে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করবে। এরি মাঝে তারা নতুন মনোবাসনা পূরণ করল এখানে একটি বাজার প্রতিষ্ঠা করবে যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে, যেমনঃ চাল , ডাল , কাচা তরকারী , শাক-সবজি , তেল, লবণ-মরিচ, মাছ-মাংশ ইত্যাদি যা নিত্য প্রযোজনীয়।গত ১৮-০৯-২০১৩ ইং তারিখে সকাল ৭.০০ ঘটিকায় ডাঙ্গুয়া পাড়া প্রাইমারী স্কুল মাঠে প্রথম বাজার উদ্ভোধন হয়। এখনো একই স্থানে একই নিয়মে বাজার চলছে প্রতিদিন সকাল ৭.০০ হতে সকাল ৯.৩০ পর্যন্ত।বাজারটি নতুন ভাল কোন স্থানে নেওয়ার প্রচেষ্টা চলছে যাতে করে বাজারটি ভাল ভাবে তৈরি হয়। এই প্রত্যাশায় আমরা সবাই সেই সাথে আপনাদের সহযোগীতা কামনা করছি। আপনার নিত্য প্রযোজনীয় পন্যগুলো বাজারে নিয়ে আসবেন ভাল দামেই বিক্রয় হবে ইনশআল্লাহ।

 

 

ডাঙ্গুয়া পাড়া হাট-বাজার কমিটির পক্ষে

মোঃ নিজাম উদ্দীন হিরো

উদ্যোক্তা

শৌলমারী ইউআইএসসি

রৌমারী – কুড়িগ্রাম।

০১৯১৭৮৪৩৫৩১।

ছবি
ডাউনলোড